এভাবে চললে ইঁদুর–তেলাপোকা হবে প্রধান বন্য প্রাণী

প্রথম আলো ড. রেজা খান প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ১২:৫৯

বাংলাদেশের বন্য প্রাণীরা খুব ভালো নেই। কয়েক মাস ধরে একের পর এক বন অন্য খাতে ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আর বন্য প্রাণী হত্যাও বেড়েছে। এরও আগে ৩০ বছর, ১০০ বছর ধরে দেশের বনভূমি ধ্বংস হওয়ার কথা স্মরণ করলে দেখা যাবে, ধারাবাহিকভাবে বন্য প্রাণীর বসবাসের এলাকা ধ্বংস হয়েছে। এখন যতটুকু বনভূমি কোনোমতে টিকে আছে, তা–ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


উদাহরণ হিসেবে বলতে চাই শালবনের কথা। দেশে কোথাও এমন একটি শালবন নেই, যেখানে ১০০ বছরের পুরোনো শালগাছ আছে। এখন আমরা যেসব শালবাগান দেখি, সেগুলো বন বিভাগের সৃজন করা। আর অনেক জায়গায় ব্যক্তিমালিকানার জমিতে শালগাছ লাগানো হয়েছে। আমাদের আদি শালবন ছিল সরকারের আওতায়। সেগুলো সব উজাড় হয়ে গেছে। বনের জমি বেহাত হয়ে গেছে। সামাজিক বনায়নের নামে বনভূমিতে অন্য গাছ রোপণ করা হয়েছে। সরকারি নানা সংস্থা অবকাঠামোর জন্য বনের জমি নিয়ে যাচ্ছে। এভাবে যদি চলে, তাহলে বন্য প্রাণীরা থাকবে কোথায়?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও