‘টিকা, আরোগ্য অথবা মৃত্যু': জার্মান স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য খারিজ
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর হেনড্রিক স্ট্রিক৷ সোমবার ডয়চে ভেলেকে তিনি বলেন যে স্বাস্থ্যমন্ত্রী ইয়েনস স্পানের করোনা বিষয়ক মন্তব্যের সাথে তিনি সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন৷ সোমবার একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘‘কিছুটা নিষ্ঠুর শোনালেও, হয়তো এই শীত শেষ হবার সাথে সাথেই জার্মানির সবাই হয় টিকা পাবেন, বা করোনা থেকে সেরে উঠবেন, বা করোনায় মারা যাবেন৷''