রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে সমস্যার পরিধি। এর সঙ্গে নিত্যদিনের সঙ্গী শহরের অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা। বাসাবাড়ির ময়লাসহ রাজধানীতে প্রতিদিন উৎপন্ন হয় বিপুল পরিমাণ বর্জ্য। এসব বর্জ্য অপসারণে হিমশিম খেতে হয় দুই সিটি করপোরেশনকে।
যদিও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রমে গতি ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সিটি করপোরেশন। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়াসহ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বর্জ্যে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে সংস্থা দুটি। তবুও আছে অভিযোগ, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা যেন নগরবাসীর মুখে মুখে! এ বিষয়ে বিশেষ নজর দিয়ে নাগরিকসেবা নিশ্চিত করার দাবি সবার।