রাঙ্গাবালী-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

ঢাকা পোষ্ট রাঙ্গাবালী প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১৪:১২

চাঁদাবাজি এবং হামলার প্রতিবাদে চার দিন ধরে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ঢাকাগামী কয়েক হাজার মানুষ।


জানা যায়, শুক্রবার বিকেলে দশমিনা উপজেলার আউলিয়াপুর লঞ্চঘাটে ঢাকাগামী ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ এমভি জাহিদ-৩ এর কর্মচারীদের মারধর এবং লঞ্চ ভাঙচুর করে নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেয় দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন ও তার লোকজন। 


এ ঘটনায় শনিবার সকালে দশমিনা থানায় লঞ্চের ক্যাশিয়ার মো. ইউসুফ বাদী হয়ে চেয়ারম্যানসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ এজাহারভুক্ত দুুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। তবে বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তার অজুহাতে ঢাকা এবং রাঙ্গাবালী থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় লঞ্চ মালিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও