![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F38e01c02-f944-491d-b32a-296b6326f9ae%252FAcid_New_Logo_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘আমি কীভাবে পরীক্ষা দেব’
দিন দশেক পরই (২ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষা। পড়াশোনায় কোনো ঘাটতি রাখতে চাননি সানজিদা খাতুন (১৮)। রাজশাহী সিটি কলেজের এই শিক্ষার্থী এক শিক্ষকের কাছে পড়তে যেতেন শহরে। গত রোববার সন্ধ্যার দিকে ফেরার সময় বাড়ি থেকে প্রায় ২০ গজ দূরত্বে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি।
সানজিদার বাড়ি নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামে। তিনি জানান, হঠাৎ মাহিম হোসেন (২১) নামের এক তরুণ তাঁর মুখে অ্যাসিড ছুড়ে পালান। তরুণটি তাঁকে উত্ত্যক্ত করতেন।