টাঙ্গাইলে কৃষকের ঝুলন্ত লাশ
টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়া এলাকায় ধলেশ্বরী নদীর তীরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফজাল হোসেন (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কৃষক দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আফজাল হোসেন (৪০)।
দাইন্যা পরিষদের ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, শনিবার রাতে আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁছানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তিনি কৃষি কাজ করতেন। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে ঘটনার সঠিক তথ্য পাওয়া যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে