![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsuger-20211121172919.jpg)
৬০ লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২
৬০ লাখ টাকার ব্রাউন সুগারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভারতের স্পেশাল অপারেশন বিভাগ। আটকদের শিলিগুড়ি মেট্রোপলিটন মাটিগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার তাদের আদালতে তোলা হয়।
আটক হলবদিলসাদ খান উত্তর ডালখোলার বাসিন্দা। মোহম্মদ ইসলাম, ইসলামপুর রামগঞ্জের বাসিন্দা। শনিবার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মাটিগাড়া খাপরাইল মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ওই দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।