কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জলবায়ু সম্মেলন বড় অর্জন না হলেও অগ্রগতি আছে

প্রথম আলো ড. আতিক রহমান প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ১৬:২২

গত দুই বছর বিশ্ব করোনা মহামারির এক বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশ্বের কোনো দেশ আলোচনা থেকে বাদ দিতে পারেনি। এই সম্মেলন শুরুর আগে আইপিসিসি থেকে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যেকোনো মূল্যে এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। আমরা সবাই আশা করেছিলাম, এই সম্মেলনের মাধ্যমে ২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তির অনেকগুলো শর্ত বাস্তবায়নের অগ্রগতি আমরা দেখতে পাব।


এই সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে হেরে যাওয়া আর বাইডেনের জিতে যাওয়ার ঘটনা ভিন্নমাত্রা দিয়েছিল। কারণ, বাইডেন ক্ষমতায় এসেই প্যারিস চুক্তি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেন। এটি আমাদের আশাবাদকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে একদম যে দুশ্চিন্তা ছিল না, তা বলা যাবে না। বিশ্বের অন্যতম প্রধান কার্বন নিঃসরণকারী রাষ্ট্র চীন ও রাশিয়া সম্মেলনে অংশ নেবে কি না এবং তারা কী ভূমিকা রাখবে, এটা পরিষ্কার ছিল না। ফলে এ সম্মেলনে বিরাট কিছু হয়ে যাবে, এ আশাবাদ খুব বেশি ছিল না। তবে অনেক অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার অগ্রগতি হবে, সেই আশা নিশ্চয়ই ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও