কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোয়ার-ভাটার কৃষি উপকূলে যে সম্ভাবনা তৈরি করতে পারে

প্রথম আলো মো. রওশন জামাল প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ২৩:০৬

বিষণ্নতা আর সম্ভাবনা উপকূলীয় বাংলাদেশের কৃষি, জীবন ও জীবনযাপনকে করেছে চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময়। এখানে নিত্য জোয়ার-ভাটার ছন্দে আন্দোলিত হয় স্বপ্ন আর সমৃদ্ধির গান। উপকূলের বুকে আঁচড়ে পড়ে আইলা-সিডর, মহাসেন-নার্গিস। উপকূলের ধমনি-শিরায় লবণাক্ততার বিষক্রিয়ায় বিপন্ন হয় কৃষি ও জীববৈচিত্র্য।


জলবায়ু পরিবর্তনের দানবীয় ঝাঁকিতে ধ্বংস হয় জোয়ার-ভাটার জনপদ আর মাঠ-ঘাট। ফিনিক্স পাখির মতন আবার জেগে ওঠে উপকূলের কৃষক-জেলে-জনতা। এঁরা বিষণ্নতা-ঝুঁকি-দুর্যোগ দুপায়ে মাড়িয়ে রপ্তানি আয়ের চাকা ঘোরায়, জিডিপি প্রবৃদ্ধিতে গতি আনে-স্বপ্ন দেখায় সমৃদ্ধ আগামীর। উপকূলের চিংড়ি, কাঁকড়া, সবজি, ফল বিশ্ববাজার থেকে ছিনিয়ে আনে গৌরব আর ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও