কবরস্থান যখন ছিনতাইকারীদের ঘাঁটি
তখন ভোর প্রায় ৫টা। অন্যদিনের মতোই রিকশা চালক আসাদুল ইসলাম তার পল্লবীর বাসা থেকে অটোরিকশায় করে মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকার রিকশা গ্যারেজের দিকে রওনা হন। আসাদুল ছিলেন অটোরিকশার একমাত্র যাত্রী।
মিরপুর-১১ নম্বরে কালশী কবরস্থানের কাছে পৌঁছাতেই ৩ যুবক তার পথ আটকায়। ছুরির মুখে তার মোবাইল ফোন ও ৩০০ টাকা ছিনিয়ে নেয়। কিছু করার আগেই ছিনতাইকারীরা পাশের কবরস্থানে ঢুকে এক প্রকার অদৃশ্য হয়ে যায়।
হতাশ আসাদুল বলেন, রক্ত পানি করা টাকায় আমি মোবাইল সেটটি কিনেছিলাম। আমার সব টাকা চলে যায় ৪ সদস্যের পরিবারের পেছনে। নতুন একটা সেট কেনার টাকা জমাতে আমার অনেক সময় লেগে যাবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কবরস্থান
- ছিনতাইকারী