নবম পে কমিশন গঠনসহ পাঁচ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেছেন, গণকর্মচারীরা উন্নয়নের প্রধান হাতিয়ার। আমাদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই দীর্ঘদিনের দাবি নবম পে কমিশন গঠনসহ ৫ দফা দ্রুত বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে ১২ লাখ গণকর্মচারীর পে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।