‘আপনার সন্তান কাঁদলে আমার সন্তানের মুখে অন্ন জুটবে’
ডেইলি স্টার
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০৯:৪৭
'আপনার সন্তান কাঁদলে আমার সন্তানের মুখে অন্ন জুটবে। আপনার সন্তান কাঁদছে ১০ টাকার একটি খেলনার জন্য, আর আমার সন্তান কাঁদে একমুঠো অন্নের জন্য'- এভাবেই কথাগুলো বলছিলেন ফেরিওয়ালা নুর ইসলাম।
লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ট্রেনের কামরায় কামরায় হরেকরকম শিশু খেলনাসহ রকমারি জিনিসপত্র ফেরি করে বিক্রি করেন তিনি।
লালমনিরহাট সদর উপজেলার চুড়িপট্টি গ্রামে বাড়ি নুর ইসলামের। গেল ২০ বছর ধরে তিনি ফেরি করে খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বাড়িতে তার ৩ সন্তান ও স্ত্রী আছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জীবিকা নির্বাহ
- ফেরিওয়ালা