‘ভুটানের জমিতে’ চীনের গ্রাম, উদ্বিগ্ন ভারত
চীন ভুটানের ভূখণ্ডের কিছু এলাকা দখলে নিয়ে এক বছরের মধ্যেই সেখানে অন্তত ৪টি গ্রাম গড়ে তুলেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া উপগ্রহের কয়েকটি ছবির বরাত দিয়ে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।
ডিট্রেসফা নামের এক অ্যাকাউন্ট থেকে টুইট করা উপগ্রহের কয়েকটি ছবিতে চীন ভুটান ভূখণ্ডের ভেতর ১০০ কিলোমিটার এলাকায় গ্রামগুলো বানিয়েছে বলে দাবি করা হয়।
যেখানে ওই গ্রামগুলো বানানো হয়েছে, সেটি বিরোধপূর্ণ ডোকলামের কাছে; ২০১৭ সালে এই ডোকলামেই চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।