ভারতের মারাত্মক কয়েক প্রজাতির সাপ — বিশেষ করে গোখরা ও ক্রাইট — মৃত্যুর ঘণ্টাখানেক পরও বিষ ছড়াতে সক্ষম। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। মূলত এসব সাপের বিশেষ ধরনের বিষ নিঃসরণ ব্যবস্থা রয়েছে।
আর এ কারণেই মৃত্যুর ঘণ্টাখানেক পরও বিষ ছড়াতে সক্ষম তারা। বুধবার (২০ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মংবাদমাধ্যমটি বলছে, আগে ধারণা করা হতো শুধু ঝুনঝুনি সাপ ও থুথু ছোড়া গোখরার মতো কিছু বিশেষ প্রজাতিই এমন ক্ষমতা রাখে। কিন্তু আসামের এক গবেষণায় দেখা গেছে, ভারতীয় মনোকল্ড গোখরা ও কালো ক্রাইট মৃত্যুর পরও বিষ ছড়িয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন ট্রপিক্যাল ডিজিজ জার্নালে।