বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ যদি মনে করেন পালিয়ে বাঁচতে পারবেন তা ভুল, পারবেন না। আজ হয়তো আমাকে নেবে কাল আপনাকে বা অন্য কাউকে নেবে। সেজন্য সাহসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সঠিক রাস্তায় এগিয়ে যেতে হবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।