‘ভারতে দিনে নারীর পূজা হয়, রাতে গণধর্ষণ’, মন্তব্যে বিতর্কের ঝড়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৯:০৯
ভারতীয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে দেশকে বিদেশের মাটিতে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগ উঠেছে। ‘ভারতে দিনে নারীর পূজা হয়, আর রাতে গণধর্ষণ হয়’ তার এমন মন্তব্যের জেরে দিল্লির একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
সম্প্রতি কমেডিয়ান বীর দাস ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন। তার শিরোনাম ছিল ‘আই কাম ফ্রম টু ইন্ডিয়ানস্’। আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে নিজের পারফরম্যান্সের ওই ভিডিও শেয়ার করার পর বিভিন্ন মহলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।