![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F17%2Fmoulvibazar-pic.jpg%3Fitok%3DLCg-c9ZN)
সেতুর রেলিংয়ে ঝুলছিল যুবকের লাশ, নেপথ্যে পারিবারিক কলহ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি সেতুর রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রাম থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, লাশটি একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের (৪৫)। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সুমন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে আর ঘরে ফিরে যায়নি। আজ সকালে কুলাউড়া-জুড়ী সড়কের লিংক রোড আছুরীঘাট-দিলদারপুর সড়কের একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে দড়ি গলায় এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়।