টিকটকের আড়ালে সর্বনাশ হচ্ছে কিশোরী-তরুণীদের!
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৯:৫৯
দেখতে দেখতে কৌতূহল। তারপর নিজেই খোলেন টিকটক অ্যাকাউন্ট। নিজের টুকিটাকি ভিডিও দিতে দিতে পরিচয় হয় টিকটকের কথিত জনপ্রিয় কয়েকজন সেলেব্রেটির সঙ্গে। এদেরই একজন আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়া পরিচয়ধারী ‘রাজ’। ল্যাবের পরিচয় দেওয়া রাজের বেশভূষা আর ফলোয়ারের সংখ্যা দেখে মজে যান ২৫ বছরের তরুণী হিয়া (ছদ্মনাম)।
পরিচয়ের একপর্যায়ে রাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন হিয়া। ঘনিষ্ঠতা থেকে জড়ান শারীরিক সম্পর্কে। তবে ভূল ভাঙতে বেশি সময় লাগেনি হিয়ার। বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি। সর্বস্ব হারিয়ে অভিযোগ দেন র্যাবের কাছে। হিয়াসহ ভুক্তভোগী আরও তিন নারীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন টিকটক রাজ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে