ধারাবাহিক এক ডজন ছবিতে অভিনয়ের শাকিব বৃত্তের বাইরে এসে চিত্রনায়ক নিরব হোসেনের বিপরীতেই প্রথম জুটি বাঁধেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর তারা একসঙ্গে কাজ করেন সৈকত নাসিরে ‘ক্যাসিনো’ ছবিতে। সেটি এখন মুক্তির অপেক্ষায়। এরপর আবারও নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘চোখ’ ছবিতে কাজ করেন বুবলী। যেটি মুক্তি পেয়েছে কিছু দিন আগে।
নতুন খবর, আবারও নিরবের নায়িকা বুবলী। জুটি হিসেবে হ্যাটট্রিক করতে চলেছেন তারা। এবারের ছবিটির নাম ‘কয়লা’। পরিচালক সাইফ চন্দন। সপ্তাহ দুয়েক আগে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বুবলী। কিন্তু সে সময় চূড়ান্ত ছিলেন না নায়ক। এবার জানা গেল, ‘কয়লা’তে বুবলীর বিপরীতে নিরবকেই চূড়ান্ত করা হয়েছে। ছবির প্রধান খল চরিত্রে আছেন রাশেদ মামুন অপু।