
জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বিশ্বকে বাঁচানোর প্রচেষ্টায় অঙ্গীকারে একীভূত হয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি ও ধ্বংস কাটিয়ে ওঠার জন্য ধনী দেশগুলোর কাছ থেকে অর্থায়ন পাওয়ার নিশ্চয়তা পাওয়া না গেলেও মিলেছে প্রতিশ্রুতি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে বাংলাদেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন। একই সঙ্গে দেরিতে হলেও সম্মেলনের ষষ্ঠ দিনে বন ধ্বংস বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ। এখন অঙ্গীকার পূরণে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে।
কপ২৬ সম্মেলনে বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে রাষ্ট্র ও সরকারপ্রধান, গবেষক, পরিবেশকর্মী, সাংবাদিকসহ ২৫ হাজার মানুষ অংশ নেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা শেষে গ্লাসগো ক্লাইমেট প্যাক্ট হয়েছে।