খালি পকেটের মাথাপিছু আয়
ভোটারের মর্যাদা হারানোর পর ভোটার তালিকায় নাম থাকা না-থাকায় কিছু যায়–আসে না—এমন কথা যে কেউ বলতেই পারেন। তবে কথাটি ‘প্রতিধ্বনিহীন’। এর কোনো আসর পড়বে না কোথাও। অবশ্য ভোটার আইডি বা ‘জাতীয় পরিচয়পত্র’—এই পোশাকি নামওয়ালা বস্তুটি অনেক কাজের, এটি বেহদ বাস্তবতা। ব্যাংক হিসাব খুলতে লাগে, মুঠোফোনের সিম কিনতে লাগে, পাসপোর্ট করাতে লাগে ইত্যাদি।
প্রাত্যহিক প্রয়োজনীয় এমন বহু কাজকর্মে লাগায় ভোটার আইডির গুরুত্ব অনেক। তাই যথাযথ গুরুত্বের সঙ্গে এটি সংরক্ষণ করতে হয় আপনাকে। এমনটা সচরাচরই দেখা যায়, অনেকেই মূল আইডি পকেটে নিয়ে ঘোরেন। ফটোকপি রাখেন প্রায় সবাই। না জানি, কখন কোনো কাজে কর্তৃপক্ষ চেয়ে বসে।