![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbemapole-4-madak-babsaie-atok--20211114182202.jpg)
যশোরে ৪ মাদককারবারি গ্রেফতার
যশোরের শার্শায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের ছবদার আলী মোড়লের স্ত্রী রহিলা খাতুন (৫৫), শার্শা উপজেলার বাগুড়ী মাঠপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩৩), একই উপজেলার রাড়ীপুকুর গ্রামের রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১) এবং রাড়ীপুকুর গ্রামের পঞ্চাই সরদারের ছেলে আমজেদ সরদার (৪৬)। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।