সন্ধ্যা নামতেই মশারিবন্দি ঢাকা কলেজ ছাত্রাবাস
ঢাকা কলেজে মশার দাপট চরমে। দিন-রাত মশার উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীরা। দিনে ক্লাসে মন দিয়ে বসা যাচ্ছে না। রাতে বসা যাচ্ছে না হোস্টেলের পড়ার টেবিলে। ঝাঁক বেঁধে মশারা উড়ছে। সুযোগ পেলেই কামড়ে দিচ্ছে। বিপাকে পড়ে ছাত্রাবাসের শিক্ষার্থীরা সন্ধ্যা নামতেই হচ্ছেন মশারিবন্দি। অনেকেই কয়েল জ্বালিয়ে বাঁচতে চাইছেন মশা থেকে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিক্ষার্থীরা।
রোববার (১৪ নভেম্বর) সরেজমিনে কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস এবং দক্ষিণায়ন ছাত্রাবাস ঘুরে দেখা যায়, ছাত্রাবাসের চারপাশেই স্যাঁতসেঁতে পরিবেশ। ময়লা পানি নিষ্কাশনের ড্রেনে নেই ঢাকনা। সবখানে মশার বিচরণ।