বিশ্ববিদ্যালয়ও কি বিক্রির জন্য বাজারে তোলা হবে

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ১৫:৪৯

গত বছর করোনার সংক্রমণ যখন তুঙ্গে, সে সময় ঢাকার একটি বিদ্যালয় বিক্রি হবে, এমন বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। চাল, তেল, নুনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রি হতে আমরা দেখিনি। সে কারণে বিদ্যালয় বিক্রির বিজ্ঞাপনটি আমাদের বোধে বড় ধাক্কা দিয়েছিল। বিধিনিষেধের কারণে ব্যয়ভার মেটাতে না পেরে আসবাবসহ বিক্রি করে দিতে চেয়েছিলেন বিদ্যালয়টির পরিচালক।


বিদ্যালয়টি বিক্রি করতে হবে বলে ওই পরিচালক ছিলেন আবেগাক্রান্ত। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন কী করব বলেন? মানুষ সন্তানের লাশ ফেলে দেয় না? এখন আমাকে ওটাই মনে করতে হবে, আমার সন্তান মারা গেছে, আমাকে এটা ফেলে রেখেই চলে যেতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও