You have reached your daily news limit

Please log in to continue


১৫ ইউনিয়নে প্রার্থী ৭৪ জন

দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের তিন উপজেলার ১৫টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এরই মধ্যে নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেলদুয়ারের সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০জন, ধনবাড়ির সাতটি ইউনিয়নে ২১ জন ও সখীপুরের চারটি ইউনিয়নে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে ১৭২টি ভোট কেন্দ্রে ১ লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন