
জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূনের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ ও প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ ঘোষণাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে ৫ আগস্ট ২০২৫। এক বছর আগে এ দিনেই আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছি। হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত হয়েছিল বাংলাদেশ। এ ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।’
বিএনপি এ নেতা বলেন, ‘আজকের এ দিনে আমাদের বিশাল অর্জন...আমরা দীর্ঘ এক বছর যাবৎ দেশের মানুষের কল্যাণে, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য...সংস্কার কমিশনগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্যদিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো তার একটা পর্যায়ে পৌঁছাতে ঐকমত্যে উপনীত হয়েছি।