
সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা ‘বিশ্বাসঘাতকতার’ শামিল হবে: তাহের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ২০:৫৫
সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা হলে তা জনগণের সাথে ‘বিশ্বাসঘাতকতার’ শামিল হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার ঢাকায় জুলাই অভ্যুত্থানের প্রথম বাষির্কীর এক আয়োজনে তিনি বলেন, “বিগত ১৫ বছর আওয়ামী-বাকশালীরা দেশে অপশাসন-দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।”
গণঅভ্যুত্থানের এক বছর পরে এসে রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে দমন-পীড়নের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী-এমপিদের বিচারের এবং দ্রুত নির্বাচন আয়োজন নিয়ে বির্তক চলছে।