অতিথি পাখি রক্ষায় করণীয়
শান্ত জলের বুকে লাল শাপলার গালিচার ও কচুরি পানার রক্তাভ নীল ফুলের মধ্যে ঝাঁকবেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। পাখির কিচির-মিচিরে মুখরিত পরিবেশ। বাহারি রঙের এসব অতিথি পাখির খুনসুটি আর ছোটাছুটি যে কারও মনকে উদ্বেলিত করে তোলে। শীতের মৌসুমে প্রকৃতির অপরূপ অলংকার হয়ে ওঠা এ অতিথি পাখির ঝাঁকবেঁধে উড়ে চলার দৃশ্য দেখে মনে হয় যেন জলরঙে আঁকা ছবি। প্রতি শীতে দূরদূরান্ত থেকে শীতের পাখিরা আসে আমাদের দেশে। ভ্রমণপিপাসু মানুষ পাখি দেখতে ভিড় করে বিভিন্ন জলাশয়ে। পাখিদের কলকাকলি যেন প্রকৃতির শোভা বাড়িয়ে দেয় বহুগুণে। গাছের সবুজ, জলের নীল আর পাখিদের নানা রং মনে যে বর্ণিল আবেশ তৈরি করে তার রেশ রয়ে যায় অনেক দিন। শীতের আগমনীবার্তা। শীতপ্রধান দেশ থেকে নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন প্রজাতির পাখি বাংলাদেশে আসা শুরু করেছে। এরা নিরাপদে থাকার জন্য এলেও আমরা তাদের জীবন দুর্বিষহ করে থাকি। আইন আছে, নিষেধাজ্ঞাও আছে। স্থানীয় প্রশাসনও সচেতনতামূলক কথা বলে থাকে। তারপরেও আমরা পাখিহত্যা ও পাখিদের বিরক্ত করে থাকি।
- ট্যাগ:
- মতামত
- অতিথি পাখি
- পাখি সংরক্ষণ