![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F09%2Fa785ba8a70c155ed4284a8289d25f596-618a60e20e7be.jpg%3Fjadewits_media_id%3D758462)
বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুললো দক্ষিণ কোরিয়া
করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল দক্ষিণ কোরিয়ার পথ। সেটা আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।