![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F09%2Fpassenger_held.jpg%3Fitok%3DWZDK9ZK-%26timestamp%3D1636431125)
শাহজালালে ৮ হাজার পিস ইয়াবাসহ জেদ্দাগামী যাত্রী আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার পিস ইয়াবাসহ জেদ্দাগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির (এভসেক) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এভসেক সূত্র জানায়, এমিরেটসের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা যাওয়ার সময় বিমানবন্দরে স্ক্যানিংয়ে মো. ওহিদুল শিকদার নামের যাত্রীর কাছে ইয়াবা ধরা পড়ে।
এরপর, এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম, এএসপি ফেরদৌস ও ফ্লাইট লেফটেন্যান্ট নওশিনের উপস্থিতিতে গণনা করে প্রায় ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।