‘সরকার কোটি টাকা নেয়, কিন্তু সুবিধা দেয় না’
একদিকে কুঙ্গা, আরেক দিকে পশুর নদ। সুন্দরবনের দক্ষিণে বিশাল এক চর। নাম দুবলার চর। বছরের সাত মাস এই চর থাকে ফাঁকা। কোনও জনবসতি থাকে না সেখানে। বাকি পাঁচ মাস লোকে-লোকারণ্য। বসত গড়ে তুলেন জেলেরা। সাগর ও নদী থেকে ধরে আনা মাছ সেখানে শুকানো হয় রোদে। তারপর প্রক্রিয়াজাত করে সেই শুটকি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে।
দুবলার চরের শুটকি রফতানি হয় বিদেশেও। সরকার প্রতিবছর দুবলার চরের শুটকি পল্লি থেকেই তিন কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। কিন্তু বিনিময়ে জেলেদের জন্য কোনও সুবিধা নেই সেখানে। সম্প্রতি দুবলার চর ঘুরে এসব তথ্য জানা গেছে।