শ্রীপুরে পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ২৫ প্রাণহানি
শিল্পাঞ্চল খ্যাত জনবহুল গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে বেপরোয়া গতিতে চলছে যানবাহন। ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না চালকরা। যান চলাচলে নেই কোনো নিয়ন্ত্রণ। উপজেলায় ঢাকা মহাসড়কের অংশের সঙ্গে রয়েছে ১১টির বেশি আঞ্চলিক সড়কের সংযোগ।
এসব আঞ্চলিক সড়কে পাল্লা দিয়ে চলছে অটোরিকশা, বাস, ট্রাক, ড্রাম ট্রাক, কাভার ভ্যান। বিভিন্ন সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনদিন বাড়ছে হতাহতের সংখ্যা। এই প্রতিবেদকের সংগৃহীত হিসাবে দেখা গেছে, গত পাঁচ মাসে পৃথক ১৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ২৫ জন।