লঞ্চ না চলায় সদরঘাট থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ভাড়া সমন্বয়ের দাবিতে গতকাল শনিবার দুপুর থেকে ঢাকা নদীবন্দর টার্মিনালসহ সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে এই সময়ের মধ্যে দক্ষিণাঞ্চল থেকে ৩৪টি লঞ্চ সদরঘাটে এসেছে। গতকাল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার আগেই এগুলো ঢাকার উদ্দেশে রওনা করেছিল বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার প্রচার সম্পাদক বাবু গাজী।