বিরামপুরে পাথরবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় পাথরবাহী এক চলন্ত ট্রাকের চাপায় সাইকেল আরোহী ইব্রাহিম হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টায় পৌর শহরের ঢাকামোড়ে অগ্রণী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-২৯১২) ও ট্রাকের ড্রাইভারকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। নিহত ইব্রাহিম উপজেলার খানপুর ইউনিয়নের নটকুমারী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।