বোয়ালমারীতে স্বল্প মেয়াদি আমন ধান কাটা শুরু
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কেরশাইল গ্রামে স্বল্প মেয়াদি আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। আশপাশের জমিতে ধান কাঁচা থাকলেও এরই মধ্যে ব্রি ধান -৭৫ ও বিনা ধান-১৭ কাটতে শুরু করেছেন তারা।
এ ধান আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে আন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি বাস্তাবায়নে কাদিরদি ব্লকে মানিক মিয়ার জমিতে পরীক্ষামূলকভাবে ব্রিধান-৭১, ব্রিধান-৭৫, ব্রিধান-৩৩, বিনা ধান-১৭ ও বিনা ধান-২২ চাষ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রিধান-৭৫ ও বিনা ধান- ১৭ ধান কর্তন শুরু হয়।