 
                    
                    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম ফ্রি প্রেস অ্যাওয়ার্ড লাভ করেছেন। নেদারল্যান্ডসের ফ্রি প্রেস আনলিমিটেড ২০২১ সালের সেরা অদম্য সাংবাদিক হিসেবে ভূষিত করেছে তাঁকে। তাঁর এ অর্জনের খবরটি এমন সময়ে আমরা পেয়েছি, যখন প্রথম আলো ২২ বছর পেরিয়ে ২৩-এ পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভক্ষণে আমরা তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানাই।
স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করা সাংবাদিকদের এ পুরস্কার দেওয়া হয়। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন এবার শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। ফ্রি প্রেস আনলিমিটেড বলেছে, ‘বাংলাদেশের সর্ববৃহৎ দৈনিক পত্রিকা প্রথম আলোতে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেন রোজিনা ইসলাম। তিনি করোনাকালে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম প্রকাশ্যে এনেছেন। এখন নিজের দেশে তাঁকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg) 
                    
                