![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567604582.jpg&path=/uploads/news/2021/Nov/03/1635938339129.jpg&width=600&height=315&top=271)
প্রেমিকার সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট
বার্তা২৪
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ১৭:১৮
দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডেলেন মেয়ারের। এবার সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন ক্রিস্টেন। প্রেমিকা ডেলেনের সঙ্গে বাগদানের কাজটি সম্পন্ন করে ফেললেন হলিউডের এই অভিনেত্রী।
বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ক্রিস্টেন বলেন, “আমরা বিয়ে করছি, আমরা সম্পূর্ণভাবে এটি করতে যাচ্ছি।”