স্বাস্থ্যবিধি-টিকা দিয়ে বর্তমান পরিস্থিতি ধরে রাখা সম্ভব: স্বাস্থ্য অধিদফতর
দেশে বর্তমান করোনা পরিস্থিতি যে অবস্থানে আছে, স্বাস্থ্যবিধি প্রতিপালন ও টিকার মাধ্যমেই তা ধরে রাখা সম্ভব বলে মনে করে স্বাস্থ্য অধিদফতর। বুধবার ( ৩ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে একথা জানান অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘যারা আগে থেকে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত আছেন, তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে— জ্বর বা করোনার বিশেষ কোনও উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা বিশ্বাস করি, সবার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের মধ্যে দিয়ে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কাজটি চলছে এবং এটি আরও বেগবান হবে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সেই জায়গাতেও যেন আমরা স্বাস্থ্যবিধি ধরে রাখি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে