![](https://media.priyo.com/img/500x/https://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2021/11/03/712x407/jail_murdr.jpg)
সব হত্যাকাণ্ড একই সুতায় গাঁথা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৈশোর থেকে চারিত্রিক দৃঢ়তার দৃষ্টান্ত রেখে গেছেন। যে কেউ তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ পড়লেই এ কথার সত্যাসত্য জানতে পারবেন। একজন অসামান্য ব্যক্তি হয়ে ওঠার নজির ওই সময় থেকেই তার মধ্যে দেখতে পাওয়া গেছে। কলকাতার শিক্ষাজীবন নানা কৌণিকে তার নেতৃত্বের মেধাকে ঋদ্ধ করে। বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে থেকে যথার্থ অর্থে নেতা হওয়ার প্রাসঙ্গিক গুণাবলি অর্জন করতে থাকেন। অন্যদিকে সোহরাওয়ার্দী তার ওই তরুণ কর্মীর তেজস্বিতা, নির্ভীকতায় মুগ্ধ হয়ে একান্ত কাছে টেনে নেন।
- ট্যাগ:
- মতামত
- জেলহত্যা দিবস
- জেলহত্যা
- জাতীয় চার নেতা