![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/11/03/f7e3bd0c2d45e7da17a594dc0f2ce2cd-6181f99346ff3.jpg)
জেলহত্যা দিবসের স্মৃতিকথা
প্রতি বছর জাতীয় জীবনে ৩ নভেম্বর ফিরে এলে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান সাহেবের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সেদিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁরা বারবার আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোতে বঙ্গবন্ধুর অবর্তমানে সফলভাবে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- স্মৃতিকথা
- জেল হত্যা দিবস