ভালো সাংবাদিকতার অর্জন
বয়সে ছোট হলেও অনেকের কৃতকর্ম তাঁকে বড় বানিয়ে ফেলে। সেই বড়ত্বকে সম্মান জানাতে হয়, কুর্নিশ করতে হয়। সাংবাদিক রোজিনা ইসলাম বয়সে অনেক ছোট হয়েও আমাদের অনেক বড়র চেয়েও বড় হয়ে গেলেন। তাঁর হাত ধরে বাংলাদেশের সাংবাদিকতা আন্তর্জাতিক বড় সম্মান পেল। এ জন্য আমরা গৌরববোধ করি। এই অর্জন আসলে ভালো সাংবাদিকতারই অর্জন।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, যিনি বাংলাদেশে করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড তাঁকে এ বছরের ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ দিয়েছে। তিনি পুরস্কারটি পেয়েছেন সেরা অদম্য সাংবাদিক বা ‘মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট’ শ্রেণিতে।