২৫ কেজির বাঘাইড় ৩২ হাজারে বিক্রি
রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলের ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটি ১৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট চর-কর্নেশনা এলাকার পদ্মা নদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নেন জেলে জয় হালদার।
এ সময় ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। জেলে জয় হালদার বলেন, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাঘাইড় মাছ
- বেশি দামে বিক্রি