You have reached your daily news limit

Please log in to continue


সম্ভাবনার হাতছানি

'কপ২৬' যেখানে অনুষ্ঠিত হচ্ছে, স্কটল্যান্ডের সেই গ্লাসগো আমার কাছে স্মৃতির শহর। সত্তর দশকের শেষভাগে এখানে আমি সাময়িক আবাস গড়েছিলাম পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য; এখানকার স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি থেকে। ঢাকার বাইরে গ্লাসগো তাই আমার কাছে সবসময়ই বিশেষ কিছু, নস্টালজিয়া জাগানিয়া জনপদ।
সত্তর দশকের শেষ ও আশির দশকের প্রথমভাগে এবং পরবর্তীকালে বিভিন্ন সময় দেখা সেই শান্ত নিরিবিলি গ্লাসগো শহর অবশ্য এখন লোকজনের ভিড়ে গমগম করছে।

জলবায়ু শীর্ষ সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্র ও সরকারপ্রধান, বিজ্ঞানী, আমলা, পরিবেশকর্মী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত। বিপুল সংখ্যক মানুষের সাময়িক গন্তব্যে পরিণত গ্লাসগোতে এখন তাই আবাসিক হোটেল বা বাড়ি ভাড়া পাওয়া কঠিন। বাংলাদেশ থেকে আমরাও অনেকে এসেছি। বিভিন্ন স্থানে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন