ইকবাল মানসিক ভারসাম্যহীন নয়, সচতুর: সিআইডি
কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে পরিবারের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হলেও তা নাকচ করে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সংস্থাটি জানিয়েছে, ইকবাল হোসেন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এবং তিনি সুচতুর।
মঙ্গলবার (২ নভেম্বর) দ্বিতীয় দফা রিমান্ডের পঞ্চম দিনে সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।