ঋণ নিতে দুদিকেই জালিয়াতি
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১২:২৬
ব্যাংক থেকে ৬৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার এক মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের তদন্তে উঠে এসেছে যে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে জালিয়াতি হয়েছে দুই দিকে।
এক দিকে অভিযুক্তরা ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করেছেন, অন্যদিকে ব্যাংকেও দিয়েছেন ভুয়া তথ্য। দ্বৈত জাতীয় পরিচয়পত্র তৈরি করার সঙ্গে জড়িত নির্বাচন কমিশনের (ইসি) দুজন ডেটা এন্ট্রি অপারেটর। অভিযোগপত্রে তাঁদের নাম রয়েছে। তবে ব্যাংক কর্মকর্তাদের নাম নেই।