রামেক হাসপাতালে করোনায় একজনের মৃত্যু
করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও একজন রোগী মারা গেছেন। সোমবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগী মারা যান।
মারা যাওয়া এই রোগী নাটোর জেলার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। পরে পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।