You have reached your daily news limit

Please log in to continue


তরুণ প্রজন্মের অপার অনুপ্রেরণা

হাসান হাফিজুর রহমান ২১-এর প্রথম স্মৃতিবার্ষিকীতেই 'একুশের সংকলন' করেছিলেন তাঁর সেকালের সাথী মুহম্মদ সুলতানের সঙ্গে। একুশের স্মৃতির একটি অতুলনীয়, সাহসী এবং মহৎ আকর গ্রন্থ এটি। হাসানের আর এক অমর কীর্তি 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ :দলিলপত্র' নামে ১৫ খণ্ডের দলিল ভান্ডার বাংলাদেশের ভবিষ্যতের জন্য তৈরি করার কীর্তি। হাসান নিজের জীবনপণ করে সংগৃহীত তথ্য থেকে নির্বাচিত তথ্যের এই সংকলন গ্রন্থ তৈরি করেছিলেন।

যথার্থই এ ব্রত পালন করতে গিয়েই অসুস্থ শরীরের কর্মী হাসান হাফিজুর রহমান জীবন দান করেছেন এবং এদিক থেকে হাসান কেবল বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বিপ্লবী, সংগ্রামী ও সাহসী পথিকৃৎকবি ও সংগঠক নন, হাসান মুক্তিযুদ্ধের লক্ষ শহীদের মধ্যে আর এক শহীদ। দলিলপত্রের ১ম খণ্ডে ১৯৪৭ থেকে '৫৮ সাল পর্যন্ত বিস্তারিত পর্বের নানা ঐতিহাসিক দলিল, ভাষণ, বিবৃতি, বিতর্ক প্রভৃতির সংকলন করা হয়েছে। এরই মধ্যে আংশিকভাবে হলেও উদ্ধৃত হয়েছে ২৫ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের অধিবেশনে গণপরিষদের আলোচনা তথা পরিষদের কার্যবিবরণীর ভাষা নিয়ে অনুষ্ঠিত বিতর্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন