নারী নিরাপত্তায় ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২
'নারী, শান্তি ও নিরাপত্তা সূচক-২০২১'-এ বিশ্বের ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান বাংলাদেশের চেয়ে এগিয়ে এবং পাকিস্তান ও আফগানিস্তান পিছিয়ে রয়েছে।
জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (জিআইডব্লিউপিএস) নারীদের নিরাপত্তা সংক্রান্ত এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।
সূচক অনুযায়ী, নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ২; স্কুলে পড়ার ক্ষেত্রে স্কোর ১৫-এর মধ্যে ৬ এবং আর্থিক ক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তির বিষয়ে ১০০-এর মধ্যে ৩৫ দশমিক ৮ স্কোর করেছে বাংলাদেশ।
সূচকের অন্যান্য মানদণ্ডগুলোর মধ্যে ছিল, নারীদের মোবাইল ফোন ব্যবহারের শতকরা হার, জাতীয় সংসদে নারীদের অন্তর্ভুক্তি, বৈষম্যমূলক প্রথা, পুরুষ শিশুদের প্রতি পক্ষপাত, সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে উপলব্ধি, বর্তমান সঙ্গীর সহিংসতা ও সংগঠিত সহিংসতা।