![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/boeing-773-20211031151415.jpg)
ভিড় বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটে, আন্তর্জাতিক ৬০ ভাগ স্বাভাবিক
২০২০ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের সময় স্থবির হয়ে পড়ে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এরপর জুন মাস থেকে ধীরে ধীরে ফ্লাইট চালু হলেও এ বছরের এপ্রিল থেকে ফের হানা দেয় করোনার দ্বিতীয় ঢেউ। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ ফ্লাইট। তবে ১৫ জুলাই থেকে আবারো খুলতে শুরু করে ফ্লাইটগুলো। প্রথমদিকে সীমিতভাবে ফ্লাইট চালু হলেও বর্তমানে পুরোদমে চলছে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, করোনার প্রাদুর্ভাবের আগে ২০২০ সালে স্বাভাবিক সময়ে বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ারের ১১০ থেকে ১১৫টি ফ্লাইট চলত। এখন দৈনিক ফ্লাইট চলাচল আগের মতোই। অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলে তেমন কোনো বিধিনিষেধ না থাকায় যাত্রী সংখ্যাও ভালো। আগে দৈনিক ১১০টি আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করত, বর্তমানে সেই সংখ্যা গড়ে ৬৫ থেকে ৭২টি।