ঘরের মাঠে পরপর দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ উঁচুতে উঠিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্ব মঞ্চে গিয়ে মুদ্রার উল্টো পিঠটাই দেখতেই হচ্ছে বাংলাদেশকে। সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
আর তাতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাই নজরে এসেছে দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমনের। অবশ্য ব্যাটারদের এই রোগ থেকে মুক্তি পাওয়ার টোটকাও দিয়েছে বাংলাদেশের ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক।